বালাগাল উলা বি কামালিহি লিরিক্স  - Balagal Ula Bi Kamalihi 

শিল্পী: হাদিউজ্জামান বুলবুল

কথা: শেখ সাদী (র.) 

        আবু জাফর

সুর:  আবু জাফর

বালাগাল উলা বি কামালিহি

কাসাফাদ্দুজা বি জামালিহি

হাসোনাত জামিউ খিসলিহি

সাল্লু আলাইহি ওয়ালিহি।


আঁধার দু'চোখে তুমি নুরের ধারা

উসর মরুর বুকে আবে ফোয়ারা

তোমার উপমা নাহি তোমাকে ছাড়া

তোমার মহিমা নিয়ে দুরূদ গাহি।


দুই জাহানে তুমি পথের আলো

দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো

তুমি যে এসেছো তাই নিশি পোহাল

মানুষ মানুষ হয়ে উঠলো জাগি।


মাধবীলতা, মাধবীলতা কোথায় পেলে এই ঢং - মাধবীলতা । জাইমা নূর
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব লিরিক্স
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
শবেকদর- Shab-E-Kadar
ওগো মা তুমি এই ধরনীর লিরিক্স -Ogo Ma Tumi
গান শোনাতে পারি লিরিক্স - Gaan Shonate Pari Lyrics
রাহমানুর রাহিম তুমি -জাইমা নূর
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে-Aj Anondo Proti Prane Prane
কাদেঁ মন গরিবের যখন - Kande Mon Goriber Jokhon
এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর- Ei Jibone Kichui Chawar Neito Ar