বালাগাল উলা বি কামালিহি লিরিক্স - Balagal Ula Bi Kamalihi
শিল্পী: হাদিউজ্জামান বুলবুল
কথা: শেখ সাদী (র.)
আবু জাফর
সুর: আবু জাফর
বালাগাল উলা বি কামালিহি
কাসাফাদ্দুজা বি জামালিহি
হাসোনাত জামিউ খিসলিহি
সাল্লু আলাইহি ওয়ালিহি।
আঁধার দু'চোখে তুমি নুরের ধারা
উসর মরুর বুকে আবে ফোয়ারা
তোমার উপমা নাহি তোমাকে ছাড়া
তোমার মহিমা নিয়ে দুরূদ গাহি।
দুই জাহানে তুমি পথের আলো
দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো
তুমি যে এসেছো তাই নিশি পোহাল
মানুষ মানুষ হয়ে উঠলো জাগি।