মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা -Machranga Dekhecho ki

গান: মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা 

কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন

শিল্পী: জাইমা নূর

মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা ?

উড়ে উড়ে রঙ্গিন ডানা মেলে।

কিছুক্ষণ তাক করে

পড়ে জলে ঝপ করে

একটি করে মাছ ধরে ফেলে।


তুমিও ঠিক তেমনি করে

একটি করে পাপ ধরে ধরে

ছুঁড়ে ফেলো অনেক দূরে

পাপের বোঝা ভারী হয়ে গেলে।


মনের কোনে যদি শয়তানী সুর

রিনিঝিনি রিনিঝিনি বাজায় নুপুর,


বাবুই পাখির মতো জোনাকী ধরো

দেখবে আলোয় ভোরে গেছে মনপুর।


কাকের মতো করে ময়লা কুড়াও

জীবন থেকে সেসব উড়াও উড়াও।

সজীব সতেজ হবে মনের যমিন

ঐশী বাতি যদি দাওগো জ্বেলে।

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি-Padma meghna jamunar tire amra shibir gorechi lyrics
অশান্তিতে জ্বলছে এ দেশ-Oshantite Jolche A Desh
ওরে কে বলে আরবে নদী নাই | Ke Bole Arobe Nodi Nai সাইমুম শিল্পী গোষ্ঠী
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান লিরিক্স -sunnat noy shudu dawter mehman
আজো সেই কোরআন আছে হাদিস আছে লিরিক্স -Ajo Sei Quran Ache Hadis Ache lyrics
মোবারক ঈদ মোবারক-Mubarak Eid Mubarak
খুকু যাবে চাঁদের গাঁয়ে-khuku jabe chader gaye
হৃদয় ছোঁয়া নতুন ইসলামি গজল। Biday। বিদায়। Qari Abu Rayhan। New Islami Gojol। Holy Tune
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল -Ekhusher Kanna । জাইমা নূর । আফিফা হাসান রাফা