মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা -Machranga Dekhecho ki
গান: মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা
কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন
শিল্পী: জাইমা নূর
মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা ?
উড়ে উড়ে রঙ্গিন ডানা মেলে।
কিছুক্ষণ তাক করে
পড়ে জলে ঝপ করে
একটি করে মাছ ধরে ফেলে।
তুমিও ঠিক তেমনি করে
একটি করে পাপ ধরে ধরে
ছুঁড়ে ফেলো অনেক দূরে
পাপের বোঝা ভারী হয়ে গেলে।
মনের কোনে যদি শয়তানী সুর
রিনিঝিনি রিনিঝিনি বাজায় নুপুর,
বাবুই পাখির মতো জোনাকী ধরো
দেখবে আলোয় ভোরে গেছে মনপুর।
কাকের মতো করে ময়লা কুড়াও
জীবন থেকে সেসব উড়াও উড়াও।
সজীব সতেজ হবে মনের যমিন
ঐশী বাতি যদি দাওগো জ্বেলে।