আমরা শিশু দল-Amra Shishudol
কথা ও সুরঃ এমডি সালমান খান
আমরা শিশুদল (গানের লিরিক্স):-
যিনি দিয়েছেন সাগর নদী
ভরা এত জল,
তার রূপের মহিমা গাই যে
আমরা শিশুদল।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ...
গাছের সুন্দর ফুলেরা
গায় যে তাহার গান,
যিনি ফুলকে করেছেন সৃষ্টি
দিয়েছেন সুঘ্রাণ,
তারই দেওয়া আলোর পথে
থাকবো অটল।
সকাল বেলা সুর্যি মামা
মুচকি হাসে,
সকল আধার কেটে গিয়ে
প্রভাত আসে,
যার মহান নাম নিয়ে
নদী বহে কলকল।