আমরা শিশু দল-Amra Shishudol

কথা ও সুরঃ এমডি সালমান খান

আমরা শিশুদল (গানের লিরিক্স):-


যিনি দিয়েছেন সাগর নদী 

ভরা এত জল,

তার রূপের মহিমা গাই যে 

আমরা শিশুদল।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ...


গাছের সুন্দর ফুলেরা

গায় যে তাহার গান,

যিনি ফুলকে করেছেন সৃষ্টি 

দিয়েছেন সুঘ্রাণ,

তারই দেওয়া আলোর পথে 

থাকবো অটল।


সকাল বেলা সুর্যি মামা 

মুচকি হাসে,

সকল আধার কেটে গিয়ে 

প্রভাত আসে,

যার মহান নাম নিয়ে 

নদী বহে কলকল।


বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা-Duniya Ta Sundor sobuje gera
বাংলা নাতে রাসুল সাঃ । Chokher Jole । চোখের জলে
অশ্লীলতা দূর করে দাও | Siamer Dak lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
শুকরান আল্লাহ লিরিক্স-Shukran Allah Gojol Gazi Anas
হাসবো কিনা কাঁদবো আমি । Baby Najnin
ও মদিনার বুলবুলি লিরিক লিরিক্স-O modinar bulbuli lyrics
হে খোদা দয়াময় রহমান রহিম - জাইমা নূর
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর