মুহাম্মাদ নাবীয়ানা - Muhammad Nabiyana: Jaima Noor
সুর: গোলাম মাওলা
শিল্পী: জাইমা নূর, নাবিহা নূর, শামিন, রাফা, মাহা, মুহান্নি, মুনতাহিনা, মাঈশা,ইউশা, আঞ্জুম, মারিয়া, রাবেয়া, বুশরা
মুহাম্মাদ নাবীয়ানা
মুহাম্মাদ হাবীবানা
মুহাম্মাদ কামলিওয়ালা
মুহাম্মাদ সাল্লে আলা।--
ওই নামটি আগলে রাখি
বুকের মাঝারে
দয়ার নবী পথ দেখান
গভীর আঁধারে ।
ইয়া মুহাম্মাদ রাসূলাল্লাহ
ইয়া মুহাম্মাদ হাবীবাল্লাহ
ইয়া মুহাম্মাদ নাবীয়ানা
ইয়া মুহাম্মাদ হাবীবানা
ইয়া মুহাম্মাদ কামলিওয়ালা
ইয়া মুহাম্মাদ সাল্লে আলা।
রাসূল আমার নয়নতারা
তাঁরই প্রেমে পাগলপারা
তাঁর রশনিতে আলোকিত
বিশ্ব জাহান,
রাসূল আমার ব্যাকুল মনের
আকুল করা গান।
ইয়া মুহাম্মাদ রাসূলাল্লাহ
ইয়া মুহাম্মাদ হাবীবাল্লাহ
ইয়া মুহাম্মাদ নাবীয়ানা
ইয়া মুহাম্মাদ হাবীবানা
ইয়া মুহাম্মাদ কামলিওয়ালা
ইয়া মুহাম্মাদ সাল্লে আলা।
কঠিন পথে চলার সময়
সাহস জোগান রাসুল আমায়
তাঁর দেখানো পথে মেলে মুক্তি অফুরান
তারই পথে চলতে প্রভু মদদ কর দান।
মুহাম্মাদ নাবীয়ানা
মুহাম্মাদ হাবীবানা
মুহাম্মাদ কামলিওয়ালা
ইয়া মুহাম্মাদ সাল্লে আলা।..