আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও -Ami Chad Ke Boli Tumi Sundor Nou
গায়কঃ শাহাবুদ্দিন শিহাব
কথাঃ কবির আল মামুন
সুরঃ মাহফুজ মামুন
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও,
আমার মায়ের মতো।
গোলাপকে বলি তুমি মিষ্টি নও,
আমার মায়ের মতো।
মা যে অামার সবার সেরা(।।)
অনন্তকাল, অবিরত...।
হীরা নাকি শুনি সবচে' দামী,
সারাক্ষণ করে জলমল্।
তাহার চেয়ে অধিক দামী,
আমার মায়ের আঁচল।
মা কে ছেড়ে চাইনা আমি(।।)
হীরা-মানিক কত শত...।
মা যে হলো প্রেম-মমতায়,
বিধাতার সেরা উপহার।
হয়না কভু, মায়ের সাথে,
অন্য কারও তুলনা।
মা'র পরশে যায় যে মুছে (।।)
সকল বেদনা যত...।