আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও -Ami Chad Ke Boli Tumi Sundor Nou

গায়কঃ শাহাবুদ্দিন শিহাব

কথাঃ কবির আল মামুন

সুরঃ মাহফুজ মামুন

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও,

আমার মায়ের মতো।

গোলাপকে বলি তুমি মিষ্টি নও,

আমার মায়ের মতো।

মা যে অামার সবার সেরা(।।)

অনন্তকাল, অবিরত...।

হীরা নাকি শুনি সবচে' দামী,

সারাক্ষণ করে জলমল্।

তাহার চেয়ে অধিক দামী,

আমার মায়ের আঁচল।

মা কে ছেড়ে চাইনা আমি(।।)

হীরা-মানিক কত শত...।

মা যে হলো প্রেম-মমতায়,

বিধাতার সেরা উপহার।

হয়না কভু, মায়ের সাথে,

অন্য কারও তুলনা।

মা'র পরশে যায় যে মুছে (।।)

সকল বেদনা যত...।


তুমি তাউফিক দিয়ো প্রভু মোরে লিরিক্স-Tumi Tawfiq Dio
বছর পেরিয়ে কত রমাদান আসে, কত রমাদান চলে যায় লিরিক্স
কে সৃজিল আকাশ বাতাস লিরিক্স-Ke Srijilo Akash Batash
মনের মতো গজল | Baby Najnin New Ghous Paak Manqabat | ধন্য মানব জনম | Latest Gojo
কোনো একদিন শুনবে তোমরা হয়তো-Kono Ekdin Shunbe Tomra Hoyto
দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা-Duniya Ta Sundor sobuje gera
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani
আল্লাহর দান Jaima Noor - Allahor Dan
শোনো মোমিন ঈমানদার-Shono Momin Imandaa
যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম Jake Ami Sobcheye । ‍Saimum Shilpigosthi