নবী মোর পরশ মনি -Nobi Mor Porosh Moni

কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

নবী মোর পরশমণি,

নবী মোর সোনার-খনি।

নবী নাম জপে যে জন,

সেতো দো'জাহানের ধণী।

ঐ নামে সুর ধরিয়া,

পাখি যায় গান করিয়া।

ঐ নামে মজনু হইয়া,

মাওলা আমার কাদের গণী।

ঐ নামে মধু মাখা,

ঐ নামে জাদু রাখা।

ঐ নামে আকুল হয়ে,

ফুল ফোটে সোনার-বরণী।

নিদানে আখেরাতে,

ত্বরাইতে ফুলসিরাতে।

কান্ডারী হইয়া নবী,

পার করিবেন সেই তরণী।।


Mubarak Eid Mubarak | মুবারক ঈদ মুবারক | Eid Gojol | New Eid Song | Kalarab
জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই লিরিক্স -Jihad Korte Chai Ami Jihad Korte Chai
তাকবিরে তাশরিক | Abu ubayda
দিবস রজনীতে শূন্য বুকে লিরিক্স
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
এই মৃত্যুর মিছিলে আমারই নাম তুমি রেখোনা লিরিক্স
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
আল্লাহর দান Jaima Noor - Allahor Dan
আসল কুরবানী কোনটি?-Asol qurbani Konti
প্রশংসা সবি কেবল তোমারি লিরিক্স -Prosongsa sobi kebol tomari Lyrics