নবী মোর পরশ মনি -Nobi Mor Porosh Moni
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
নবী মোর পরশমণি,
নবী মোর সোনার-খনি।
নবী নাম জপে যে জন,
সেতো দো'জাহানের ধণী।
ঐ নামে সুর ধরিয়া,
পাখি যায় গান করিয়া।
ঐ নামে মজনু হইয়া,
মাওলা আমার কাদের গণী।
ঐ নামে মধু মাখা,
ঐ নামে জাদু রাখা।
ঐ নামে আকুল হয়ে,
ফুল ফোটে সোনার-বরণী।
নিদানে আখেরাতে,
ত্বরাইতে ফুলসিরাতে।
কান্ডারী হইয়া নবী,
পার করিবেন সেই তরণী।।