একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে - Kono Ekdin Edesher Akashe

গানের কথা- লোকমান হেকিম

সুর- লোকমান হেকিম

প্রধান গায়ক- শাহাবুদ্দিন শিহাব

কোন একদিন

         এই দেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

                সেইদিন সবাই

খোদায়ী বিধান পেয়ে

                দুঃখ-বেদনা ভুলবে।

             কোন একদিন.......

সেদিন আর রবে না

              হাহাকার,

অন্যায়, জুলুম, অবিচার।

থাকবেনা অনাচার,

             দুর্ণীতি - কদাচার।

সকলেই শান্তিতে থাকবে;

             সেইদিন সবাই

খোদায়ী বিধান পেয়ে

            দুঃখ-বেদনা ভুলবে।

একাকিনী রমণী,

            নির্জন পথে যাবে।

কোনজন কটু কথা কবে না।

কোনদিন পথে-ঘাটে,

         সম্পদের মোহে,

খুন আর রাহাজানি রবে না।

         সেই দিন আর

  নয় বেশী দূরে;

         আর কিছু পথ গেলেই

              মিলবে...।

       সেইদিন সবাই

খোদায়ী বিধান পেয়ে

দঃখ-বেদনা ভুলবে।

অশান্তির কোপানলে

    মরিস না ধুকে ধুকে।

আয় তোরা দিকে দিকে

         ছুটে আয়...।

যতদিন দূরে যাবে,

ততদিন পিছে রবে

      শান্তি আসিতে এই দুনিয়ায়।

খোদার আইন ছাড়া

      অন্য কিছুতে আর 

 মানুষের শান্তি না মিলবে।

           সেইদিন সবাই

খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে.....

      কোন একদিন।।।

তোরা মার্কিনী সেই পণ্য-জাগ্রত কবি মুহিব খান
সাগরে তুফান ঝড়ে বহমান Sagorer Dheuer । Nawshad Mahfuz
খুব কষ্টের একটি গজল| Baby Najnin | কষ্ট | নতুন ২০২৪
সাহারার তপ্ত মরুতে লিরিক্স-Shaharar Topto Morute
পারবিনে তুই রাখতে রোজা লিরিক্স- Parbine Tui-Humayra Afrin Era
এই দুর্যোগে এই দুর্ভোগে লিরিক্স - Ei Durjoge Ei Durvoge Lyrics
মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
বিশ্বানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন লিরিক্স
ভালোবাসার ফুল লিরিক্স- হুমায়রা আফরিন ইরা