দৃষ্টি মোদের যায় যতদূর-Dristi moder jay jotodur
কথা ও সুর : আইন উদ্দিন আল আজাদ
দৃষ্টি মোদের যায় যতদূর,
সৃষ্টি তোমার ছড়ানো;
সৃষ্টি যত অবিরত
তোমার মায়ায় জড়ানো।
না চাহিতেই দাওগো তুমি
বাঁচার অধিকার;
ইচ্ছে হলে আবার তুমি
নিতে পারো প্রাণ সবার।
তোমার হাতে সব জীবন,
তোমার হাতে যে মরণ।
ইচ্ছে যদি করো তুমি
যায় না যে তা ফেরানো।
পিপাসাতে দাওগো পানি,
রাত্রি এলে ঘুম।
সকাল হলে সূ্য্যি মামা
দেয় যে একে চুম।
সবখানে আছো তুমি,
আসমানে বা বন-ভূমি।
রাতের আকাশ নিপুণ হাতে
মধুর সাজে সাজানো।
কলকল্ সুর ধরিয়া
নদী গাহে গান।
জোয়ার-ভাটা ক্ষণে ক্ষণে,
এইতো তোমার দান।
বাদশাকে ফকির বানাও,
ফকিরকে আমির বানাও।
মান,অপমান,কান্না, হাসি,
তোমার হাতে লুকানো।
সৃষ্টি যত অবিরত
তোমার মায়ায় জড়ানো।
দৃষ্টি মোদের যায় যতদূর,
সৃষ্টি তোমার ছড়ানো;
সৃষ্টি যত অবিরত,
তোমার মায়ায় জড়ানো।
আপনার মতামত লিখুন