মোরা হতে চাই প্রিয়তম তোমার-Mora Hote Chai Pritomo Tumar
মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল কর হে পরওয়ার।।
মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবুবকর।
মোরা হতে যেন পারি নির্ভিক সৈনিক
যেমন ছিলেন নেতা ওমর।
এই মোনাজাত তোমার কাছে খোদা
করি মোরা বার বার।।
তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া
সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে
সেই ধরাতে কায়েম হবে ফের
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর শান্তির আসবে জোয়ার।।