কথা ও সুর : মুহিব খান

হে যুবক তুমি বাঙ্গালী হও

কিংবা ইন্ডিয়ান,

কি বা জার্মানি জাপানি কিংবা

চাইনিজ রাশিয়ান,

স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা

ব্রিটিশ আমেরিকান,

আরবী আজমী ইরানী তুরানী

তুর্কী বা আফগান;

মুসলমান মুসলমান তুমি তো মুসলমান…

তুমি সাদা হও কি বা কালো হও

দেখ রক্ত তোমার লাল,

সুখী হও কি বা দুঃখী হও

রেখো ঈমান নির্ভেজাল।

কাছে রও কি বা দূরে রও

তবু কা’বাই তোমার ঘর,

স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো

পৃথিবীটা থর থর;

মৃত্যু তোমায় জানায় সালাম,

দূরে থাকে শয়তান।।

মুসলমান মুসলমান তুমি তো মুসলমান…

হতে পার তুমি প্রাচ্যের কি বা

হতে পার প্রতিচীর,

হতে পার তুমি সংসারী কি বা

হতে পার মুসাফির।

যদি শুনে থাকো কোথাও কখনো

মজলুমানের ডাক,

গৃহ পরিবার প্রিয়সী বন্ধু

পড়ে থাক পড়ে থাক;

ছুটে যাও আগে দূর্বার বেগে

জিহাদের ময়দান।।

মুসলমান মুসলমান তুমি তো মুসলমান…

রক্তে তোমার যদি জ্বলে থাকে

শাহাদাতের আগুন,

লাখো শহীদের খূন রাঙ্গা পথে

ঢালো কলিজার খূন।

চেয়ে দেখ আজ এসেছে আবার

দিন বদলের দিন,

নয়া যামানার মীনারে মীনারে

ডাকিছে মুয়াজ্জিন;

ছিঁড়ে ফেল সব মায়ার বাধন

জীবনের পিছুটান।।

মুসলমান মুসলমান তুমি তো মুসলমান…


ফেলে আসা দিন-Fele Asa Din
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি
হিজল বনে পালিয়ে গেছে পাখি । Hijol Bone । Jaima Noor
এই ওলী আল্লাহর বাংলাদেশ লিরিক্স
মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে লিরিক্স-Modinar Pothe
মনের মিনারে শহীদী আজান | MONER MINAR | মনের মিনার | SAIMUM SHILPIGOSTHI
ইয়া রব্বী লাকাল হামদ ওয়ারহাম লিরিক্স-Ya Rabbi Lakal Hamd Lyrics
শোনো মোমিন ঈমানদার-Shono Momin Imandaa
রোজার মজা প্রতি ঘরে-Rozar Moja Proti Ghore
Tomar Preme Bekul Lyrics | তোমার প্রেমে ব্যাকুল | Abir Hasan | Kalarab Shilpigosthi