আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী-Allah Tumi Sristikari
কথা ও সুর : আব্দুল্লাহ আল কাফি
আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালনকারী।
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।
তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়।
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি সবার পালন কারী।।
মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রুপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।