কেউ কাঁদে, কেউ হাসে- Keu Kade Keu Hashe
গীতিকারঃ জাফর আহমদ রবি
সুরঃ সাঈদ আহমদ ও আবু রায়হান
গায়কঃ আবু রায়হান, ইকবাল মাহমুদ, হোসেন আদনান
কেউ কাঁদে, কেউ হাসে,
কেউ যায়, কেউ আসে।
কেউবা হারায় তাতে
মৃত্যুর সাথে সাথে।
.
জীবনের পরিচয়...
.
অবশেষে মনে হয়,
কেউ তো কারো নয়!
.
কেউ আসে হাসি নিয়ে,
এক জাঁক স্বপ্ন বুনতে!
কেউ যায় খালি হাতে,
স্বপ্নগুলো বাকি থাকতে।
.
আসা-যাওয়ার এই ক্ষণিকের মঞ্চে,
সবই শুধু অভিনয়!
.
অবশেষে মনে হয়,
কেউ তো কারো নয়!
.
কেউ সাজে সাজাতে,
নতুন করে তার পৃথিবী।
কারো আসে পালকি,
ছেড়ে যেতে তার সব-ই!
.
দুই পথের পালকি,
যায় দুই ঘরেতে।
এই পৃথিবী কারো নয়।
.
অবশেষে মনে হয়,
কেউ তো কারো নয়!