কেউ কাঁদে, কেউ হাসে- Keu Kade Keu Hashe

গীতিকারঃ জাফর আহমদ রবি

সুরঃ সাঈদ আহমদ ও আবু রায়হান

গায়কঃ আবু রায়হান, ইকবাল মাহমুদ, হোসেন আদনান

কেউ কাঁদে, কেউ হাসে,

কেউ যায়, কেউ আসে।

কেউবা হারায় তাতে 

মৃত্যুর সাথে সাথে। 

.

জীবনের পরিচয়... 

.

অবশেষে মনে হয়,

কেউ তো কারো নয়!

.

কেউ আসে হাসি নিয়ে, 

এক জাঁক স্বপ্ন বুনতে!

কেউ যায় খালি হাতে,

স্বপ্নগুলো বাকি থাকতে।

.

আসা-যাওয়ার এই ক্ষণিকের মঞ্চে,

সবই শুধু অভিনয়! 

.

অবশেষে মনে হয়,

কেউ তো কারো নয়!

.

কেউ সাজে সাজাতে, 

নতুন করে তার পৃথিবী। 

কারো আসে পালকি, 

ছেড়ে যেতে তার সব-ই!

.

দুই পথের পালকি,

যায় দুই ঘরেতে।

এই পৃথিবী কারো নয়।

.

অবশেষে মনে হয়,

কেউ তো কারো নয়!


চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
আজো সেই কোরআন আছে হাদিস আছে লিরিক্স -Ajo Sei Quran Ache Hadis Ache lyrics
গান শোনাতে পারি লিরিক্স - Gaan Shonate Pari Lyrics
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
মালিক রে ভুলিয়া লিরিক্স-Malikre Vulia Kalarab
স্বাধীনতা দাও । Shadhinota Dao
অশ্লীলতা দূর করে দাও | Siamer Dak lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
মৃত্যু নিয়ে নতুন গজল। Chole Jabar Bhoy। চলে যাবার ভয়। Imranul Farhan
নতুন বছর এলে পরে-Notun Bochor Ele Pore