যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় - Je ful jug jugantorey

গানের কথাঃ ওস্তাদ তাফাজ্জল হসাইন খান

গান : যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় 

* গানের কথাঃ ওস্তাদ তাফাজ্জল হসাইন খান

* সূরঃ সংগৃহীত

* শব্দ ধারনঃ মাহসিন সাউন্ড সিস্টেমস

* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার

* ডিজাইনঃ এম এ তাওহিদ

* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার

Song : Je ful jug jugantorey 

* Singer: Saifullah Mansur

* Lyrics : Tafajjal Hossain Khan

* Sound : Mahsin Sound System

* Label: Spondon Audio Visual Centre

* Trade Mark: CHP

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়

এঁকেছি সে ফুল মোরা

মনেরই কাবায়।।

হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,

তাঁরই ছোঁয়াতে আজো দুনিয়া উজালা,

তাঁরই বিরহে দু'চোখ

অশ্রু ঝরায়।।

গাহে গুণগান যাঁর খোদ খোদাতাআ'লা,

কবি- অকবি গাঁথে শত সুরমালা,

ঝরে ধারা অবিরত

কভু না ফুরায়।।

যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,

মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,

তাঁরই প্রেমে কাতর এ বুক

জ্বলে পুড়ে যায়।।


সবর শেখো হে উম্মাত ! সবর | জাইমা নূর | Jaima Noor
চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা গজলের লিরিক্স
আজো সেই কোরআন আছে হাদিস আছে লিরিক্স -Ajo Sei Quran Ache Hadis Ache lyrics
ইয়া তাইবা ইয়া তাইবা গজল O Tayba, O Tayba
যার শুন্যতা এনে দেয় বিষন্নতা লিরিক্স-Mayer Sunnota Lyrics
হিজল বনে পালিয়ে গেছে পাখি লিরিক্স-Hijol Bon
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা লিরিক্স-Ami Khudro Tai Lyrics
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত | Shoro Ritur Desh | মাহজুবা
শোনো ও মউত তুমি একটু থেমে যাও-Shono O Mout Tumi akto theme jao