যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় - Je ful jug jugantorey
গানের কথাঃ ওস্তাদ তাফাজ্জল হসাইন খান
গান : যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
* গানের কথাঃ ওস্তাদ তাফাজ্জল হসাইন খান
* সূরঃ সংগৃহীত
* শব্দ ধারনঃ মাহসিন সাউন্ড সিস্টেমস
* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
* ডিজাইনঃ এম এ তাওহিদ
* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
Song : Je ful jug jugantorey
* Singer: Saifullah Mansur
* Lyrics : Tafajjal Hossain Khan
* Sound : Mahsin Sound System
* Label: Spondon Audio Visual Centre
* Trade Mark: CHP
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনেরই কাবায়।।
হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।
গাহে গুণগান যাঁর খোদ খোদাতাআ'লা,
কবি- অকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়।।
যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।