সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান -sunnat noy shudu dawter mehman

গায়কঃ মশিউর রহমান

কথা ও সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 

সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, 

আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?

জানলেও জীবনে কখনো তা মান কি?


সুন্নাত শুধু নয় মজলুমের সহায়ক 

সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। 

সুন্নাত শুধু নয় নির্জন ধ‍্যানে যাওয়া

আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া।

মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি,

দুর্দিনেও তার পাশে থাক কি?


সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে

বৈরী সকল পথ মাড়িয়ে চলা,

সুন্নাত দাওয়াতে দীনের পাশাপাশি 

ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা।


সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন 

সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন,

সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া

আরও সুন্নাত হল রাষ্ট্র নায়ক হওয়া।

মুহাব্বতে তার খালিদ-ওমর-আলী

আবুবকরের মত পাশে থাক কি???


আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?

জানলেও জীবনে কখনো তা মান কি?


সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 

সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, 

আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?

জানলেও জীবনে কখনো তা মান কি?

আমলে হও রাজা-Amole Hou Raza Gojo Humayra Afrin Era
Hold my hand । Cover Song By Jaima Noor
মাটিরে দেহ মাটি খাবে লিরিক্স-Matir Deho
তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক্স- Tumi koto sundhor ki kore bujhai lyrics
রমাদান সুবহানআল্লাহ - Ramadan Subhanallah
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
আকাশ হতে চাঁদ নেমেছে । জাইমা নূর । Akash Hote Chad Nemeche। JaimaNoor
একবার দেখ ভেবে তুই মন লিরিক্স-Ekber dekh vebe Lyrics
কুরআন মধুর বানী ৩-Quran Modhur Bani 3
ঘুমন্ত শার্দুল জেগে ওঠো লিরিক্স