সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান -sunnat noy shudu dawter mehman
গায়কঃ মশিউর রহমান
কথা ও সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
সুন্নাত শুধু নয় মজলুমের সহায়ক
সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ।
সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া
আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া।
মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি,
দুর্দিনেও তার পাশে থাক কি?
সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে
বৈরী সকল পথ মাড়িয়ে চলা,
সুন্নাত দাওয়াতে দীনের পাশাপাশি
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা।
সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন
সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন,
সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া
আরও সুন্নাত হল রাষ্ট্র নায়ক হওয়া।
মুহাব্বতে তার খালিদ-ওমর-আলী
আবুবকরের মত পাশে থাক কি???
আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?