মনটা যদি হইতো পূবাল হাওয়া-Monta Jodi Hoito Pubal Hawa

গীতিকারঃ মতিউর রহমান খালেদ

সুরঃ মশিউর রহমান

হইতো যদি শুভ্র কবুতর

মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারই পথে

যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মনের মিনার উতল নিরবধী

কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি

রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর

যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও

আমার সালাম নবীর দেশে দিও

তাঁর বিরহে দু'চোখ ভাসে জলে...



হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics
তেমন মানুষ মিলবে না আর লিরিক্স -Temon Manush milbena ar Lyrics
ফুলের মত সুরভিত করে দিও আমার জীবন লিরিক্স
কেউ কারো নয় - Kew Karo Noi
I Am Muslim-মুসলিম -হুমায়রা আফরিন ইরা
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
৪ বছরের শিশুর বাবাকে নিয়ে অভিমানী গজল | Abbu Tomar Chuti Kobe | আব্বু তোমার ছুটি কবে | Holy Tune
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai
একদিন মাটির ভিতরে হবে ঘর - Ekdin Matir Vitore Hobe Ghor