কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani

কথা, সুরঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম

 শিল্পী : মশিউর রহমান

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি,

বেশি অইলে ক’ বছর আর

এই জিন্দেগানি?

ইশ্টিসনে গাড়ি আইবো

এক মিলট নি দেরি অইবো

আইজগা তরি কারোরে কেউ

ধরি রাইকতো হাইচ্ছেনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।

মানুষেরে আল্লা’ তা’য়ালা

এমন মাতা দিছে,

মাতা খাঠাই টেলিভিশন

রেডিও বানাইছে!

ঢাকার খবর হুনা যায়,

ছবিওতো দেওয়া যায়!

কবর বাড়িত কি অইতাছে

কইতো কি কেউ হাইরবোনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।

টেলভিশন ভিসিআর

আইলো দুনিয়ায়,

তাড়াতাড়ি কতা কইতো

নবী আর খোদায়।

সিনায় সিনায় কতা কইছে

খোদার ওহী নাযিল অইছে

বেতবুনিয়া উপগ্রহে

রিলে করণ লাইগছেনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।

মাতা খাঠাই রকেট বানাই

চাঁন্দে যাইতো চায়,

আঁঙ্গো নবী রকেট ছাড়াই

মিরাজ শরীফ যায়।💚

বোরাক দোড়াই চলি গেছে

বেহেস্ত আর দোযখ চাইছে

হেদিন কি আর রকেট-মকেট

উড়াজাহাজ আছিলনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।

আদমেরও ভায়-ভাতিজা

ঈমান আমার রাইক্কো তাজা

যত কিছু করো বাছা

আল্লাহ তো হাঁছা।

জিন্দেগানি শ্যাষ অই যাইবো

জজের কোডে যাইতে অইবো

টাল্টি-বাল্টি ধাপ্পাবাজি

হেইদিন কি আর চইলবোনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।

বেশি অইলে ক’ বছর আর

এই জিন্দেগানি?

ইশ্টিসনে গাড়ি আইবো

এক মিলট নি দেরি অইবো

আজগা তরি কারেরে কেউ

ধরি রাইকতো হাইচ্ছেনি?

কচু হাতার হানিরে ভাই

কচু হাতার হানি।


দিন দুপুরে পার ঘাটেতে-Din Dupure Par Ghatete
সমসাময়িক ইসলামিক গজল | Baby Najnin | মুসলিম আজ নামে শুধু
সুবহানাকা আল্লাহুমা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহুম্মাগফিরলি
পৃথিবীতে জানিনা থাকব কদিন-Prithibite Janina Thakbo Kodin
Nobi Mor Poroshmoni | নবী মোর পরশমনি | Kalarab Shilpigosthi
হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান লিরিক্স-He jubok tumi bangali how lyrics
শুকরান আল্লাহ লিরিক্স-Shukran Allah Gojol Gazi Anas
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
মাহে রমজান-Mahe Ramzan
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics