গান : শুদ্ধ করে সালাম শেখো
শিল্পী : জাইমা নূর
গীতিকার : আতিফ আবু বকর
সুরকার : সাইফুল্লাহ মানছুর
সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন
শুদ্ধ করে সালাম শেখো
কথাঃ আতিফ আবু বকর
সূরঃ সাইফুল্লাহ মানছুর
...
শুদ্ধ করে সালাম শেখো
আল্লাহ তায়ালার কালাম শেখো
দুষ্টু লোকের
কথাতে নয় কান,
সালাম কালাম দোয়া দিয়ে
সমাজ জীবন ধোয়া দিয়ে
ইখলাসে গাও
ইমানদারীর গান।
হাদিস শেখো নবীর বাণী
ইলমে ফিকাহ শেখো জ্ঞানী
শরম ভুলে
চর্চাতে দাও মন,
আমল করো শেখার সাথে
কথা ও কাজ লেখার সাথে
থাকবে পাশে
রহীম রহমান।
গবেষণা বাড়াও বেশি
আবিষ্কারে দাঁড়াও বেশি
স্মরণে নাও
তোমরা সেরার জাত,
জ্ঞান গরিমায় সেরা ছিলে
শক্তি সাহস ঘেরা ছিলে
সাচ্চা দিলে
চর্চাতে দাও টান।