অপরুপ সুন্দর পূর্ণিমা চাঁদ - Oporup Sundor Purnima Chad| Amirul Momenin Manik
গান- অপরুপ সুন্দর পূর্ণিমা চাঁদ
কথা, সুর ও শিল্পী: আমিরুল মোমেনীন মানিক
অপরুপ সুন্দর পূর্ণিমা চাঁদ
তার চেয়ে সুন্দর রাসূল আমার
চির-কল্যাণকামী কামী সেই রাসূলের
জীবন ও কর্মে আছে পাথেয়ও সবার
আলো ঝলমলে চাঁদ লজ্জা যে পায়
নবীর রূপের কাছে সকলই হারায়
রাসূলের আলোকিত জীবন থেকে
সূর্যটা করে নিলো কিছু আলো ধার
রাসূলের মধুমাখা কথার পরাগ
সকলের মনে মনে কেটে যেত দাগ
এক হাতে ছিল তাঁর কালামে হাকিম
অন্য হাতে ছিলো নাঙা তলোয়ার
রাঙা তলোয়ার
চির-কল্যাণকামী কামী সেই মানুষের