ঘুমন্ত শার্দুল জেগে ওঠো লিরিক্স
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
শিল্পী: ইউসুফ বকুল ও আব্দুস শাকুর তুহিন
পরিবেশনা: প্রত্যয় শিল্পীগোষ্ঠী
ঘুমন্ত শার্দুল জেগে ওঠো
জেগে ওঠো
জেগে ওঠো।
ঐ মুক্তির সূর্য মেঘে ঢেকে গেছে,
ভাঙ্গতে হবে তোমাকে মেঘের পাহাড়।
সমীরণ বারুদে ধোঁয়ায় ছেয়েছে,
সরাতে হবে তোমাকে ধোঁয়ার আঁধার।
তাই ঘুমের নেশায় আর মেতে থেকো না,
আলস্য ঝেড়ে ফেলো।
দিকে দিকে মজলুম মানবতা কাঁদে ঐ শোষণে নিপীড়নে নিপীড়িত,
উর্ধে যারা ছিলো তারা আজ অধোগামী
জীবন যুদ্ধে তাই পরাজিত।
তখতে তোমার কেন কালি পড়েছে?
তলোয়ারে কেন তব মরিচা ধরেছে?
তুমি আজ দাবানল রূপে জ্বলো।
অত্যাচারীর মার খেয়ে মরে,
দুর্বল মুসলিম জাতি আজ দেশে দেশে,
ঐক্যের ভিত ভেঙে গেছে বলে,
খুন খায় চামচিকা শকুনেরা অনায়াসে।
আত্মা তোমার কেন বিকল হয়েছে?
দেহতরী কেন তব পথটি ভুলেছে?
অন্তরে সাহসের শিখা জ্বালো!!