কথা ও সুরঃ আয়নুদ্দিন আল আজাদ

গায়কঃ আবু রায়হান

বন্ধু ভুলে যেওনা কখনও

যেখানেই থাকো যেভাবেই থাকো

মনে রেখ আমিও আছি তখনো।

বন্ধু ভুলে যেওনা কখনও

একি সাথে চলেছি, একি পথে চলেছি, একি সুরে গায়েছি গান।

মিলে মিশে থেকেছি এমনি যেন, এক দেহ এক এক প্রাণ। (২ বার)।


আজ কত দূরে… কেবা কোন শহরে

আমি আছি আমি আহি কাছেতে জেন।

বন্ধু ভুলে যেওনা কখনও;

বন্ধু ভুলে যেওনা কখনও।

সার্থের সুবাদে, জীবিকার তাগিদে জানিনা আজ কে কোথায়।

মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যাথায়। (২ বার)

স্মৃতিগুলো যত, ছিল শত শত,

ভুলিনি……… এক চিলতেও তার এখনো।


বন্ধু ভুলে যেওনা কখনও

বন্ধু ভুলে যেওনা কখনও।

এক সাথে লড়েছি খেলার মাঠে আড্ডা চলেছে কত

এক সাথে মিছিলে, সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত। (২ বার)

স্মৃতিগুলো আড়ালে, জাইনি তাও ভুলে;

ভুলিনি …… তুমিও ভুলোনা কখনো।।

বন্ধু ভুলে যেওনা কখনও


যেখানেই থাকো যেভাবেই থাকো

যেখানেই থাকো যেভাবেই থাকো।

মনে রেখ আমিও আছি তখনো।

মনে রেখ আমিও আছি তখনো।


হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি লিরিক্স-Inchi Inchi Mati- Muhib khan lyrics
বাংলা নাতে রাসুল সাঃ । Chokher Jole । চোখের জলে
কালজয়ী সেরা গান। Salam Salam Hajar Salam। সালাম সালাম হাজার সালাম। Hujaifa Islam। Best Bangla Song
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
কদর রাতে দু’হাত তুলে Qodorer Rate । Jaima Noor
মন জুড়ানো একটি কাসিদা ।। Baby Najnin - ওগো মোর পীর দস্তাগীর - New Gous Pak Qasida
রাসূল আমার ভালোবাসা লিরিক্স -Rasul amar Valobasha Lyrics
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa