কথা ও সুরঃ আয়নুদ্দিন আল আজাদ
গায়কঃ আবু রায়হান
বন্ধু ভুলে যেওনা কখনও
যেখানেই থাকো যেভাবেই থাকো
মনে রেখ আমিও আছি তখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
একি সাথে চলেছি, একি পথে চলেছি, একি সুরে গায়েছি গান।
মিলে মিশে থেকেছি এমনি যেন, এক দেহ এক এক প্রাণ। (২ বার)।
আজ কত দূরে… কেবা কোন শহরে
আমি আছি আমি আহি কাছেতে জেন।
বন্ধু ভুলে যেওনা কখনও;
বন্ধু ভুলে যেওনা কখনও।
সার্থের সুবাদে, জীবিকার তাগিদে জানিনা আজ কে কোথায়।
মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যাথায়। (২ বার)
স্মৃতিগুলো যত, ছিল শত শত,
ভুলিনি……… এক চিলতেও তার এখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
বন্ধু ভুলে যেওনা কখনও।
এক সাথে লড়েছি খেলার মাঠে আড্ডা চলেছে কত
এক সাথে মিছিলে, সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত। (২ বার)
স্মৃতিগুলো আড়ালে, জাইনি তাও ভুলে;
ভুলিনি …… তুমিও ভুলোনা কখনো।।
বন্ধু ভুলে যেওনা কখনও
যেখানেই থাকো যেভাবেই থাকো
যেখানেই থাকো যেভাবেই থাকো।
মনে রেখ আমিও আছি তখনো।
মনে রেখ আমিও আছি তখনো।