যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় লিরিক - Jader hridoye ache Allahr voy lyrics

সুরঃ মশিউর রহমান

কথাঃ বেলাল হোসেন নূরী


তারা কভু পথ ভুলে যায়না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায়না।


রাতের আঁধারে যারা সেজদাতে রয়

দুচোখের অশ্রুতে নদী যেন বয় ।২

ছলনার হাতছানি যতই আসুক

পেছনে ফিরেও সে তাকায় না ।


দ্বীন কায়েমের পথে যারা অবিচল

তারা হলো আল্লাহর প্রিয়জন,

বাতিলের কাছে যারা হার মানেনা

সংগ্রাম করে যায় আমরণ।


হেরার আলোতে যার হৃদয় রঙিন

হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ,

সত্যের পথে যারা নিবেদিত প্রাণ

শত্রুকে কভু ভয় পায়না ।


যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায়না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায়না।


ভাইরাস থেকে মুক্ত থাকুন লিরিক্স-HUMAYRA AFRIN ERA Lyrics
মারহাবা মুস্তাফা-marhaba mustafa
কাদেঁ মন গরিবের যখন - Kande Mon Goriber Jokhon
মোরা হতে চাই প্রিয়তম তোমার-Mora Hote Chai Pritomo Tumar
শুকরিয়া মেহেরবান লিরিক্স-Shukria Meherban Gojol by Gazi Anas Rawshan
রোজার মজা প্রতি ঘরে-Rozar Moja Proti Ghore
একটি বছর পরে আবার লিরিক্স -Ekti Bochor Pore Abar lyrics
রহমতের মাস এলো লিরিক্স-হুমায়রা আফরিন ইরা
দিবানিশি কলবে ও নাম । জাইমা নূর
ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ