প্রিয় বাবা লিরিক prio baba lyrics
গায়কঃ মাহফুজুল আলম
গীতিকারঃ সাইফ সিরাজ
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমার দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২
তুমি আমার প্রথম গুরু তোমার কাছেই দীক্ষা শুরু ।
তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।
আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিলো বড়,
বলেছিলে জীবনটাকে ফুলের মত গড় । ২
বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায় ।
এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।
তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনিত
আরকটা দিন থেকে গেলে কি বা ক্ষতি হতো । ২
তোমার পরশ মিস করে যাই বাবা ।
তোমার মত আর কেহ নাই বাবা ।
তোমার পরশ মিস করে যাই
তোমার মত আর কেহ নাই ।
আমার মানষ পটে বাবা এক যে আলোর পাহাড় ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২