প্রিয় বাবা লিরিক  prio baba lyrics

গায়কঃ মাহফুজুল আলম

গীতিকারঃ সাইফ সিরাজ

সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান


তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমার দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২

তুমি আমার প্রথম গুরু তোমার কাছেই দীক্ষা শুরু ।

তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।


আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিলো বড়,

বলেছিলে জীবনটাকে ফুলের মত গড় । ২

বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায় ।

এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।


তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনিত

আরকটা দিন থেকে গেলে কি বা ক্ষতি হতো । ২

তোমার পরশ মিস করে যাই বাবা ।

তোমার মত আর কেহ নাই বাবা ।

তোমার পরশ মিস করে যাই

তোমার মত আর কেহ নাই ।

আমার মানষ পটে বাবা এক যে আলোর পাহাড় ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২


হুশিয়ার । জাগরণী সংগীত | Hushiar - Kalarab
আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
ও রে নিশি গন্ধ্যা লিরিক্স - Ore Nishi Gondha Lyrics
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
মধুর কণ্ঠে নতুন গজল। Herar Alo। হেরার আলো। Jahidul Islam Shawon। Bangla Gojol
সত্যের সংগ্রামে ফোটা ফুল লিরিক্স | Sotter Songrame Fota Ful Lyrics
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই | Swapno Choriye Daw lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
ফেতনা ছাড়ো পথে এসো-Fitna Charo Pothe Eso
সিয়ামের দিন হোক কিয়ামের রাত লিরিক্স-Siyamer din hok kiamater rat