প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক  protidin kete jay mago tumi bine lyrics.

গীতিকারঃ সোহেল রানা আশিক

সুর মুহাম্মদ বদরুজ্জামান

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে,

কত রাত কেটে যায় মমতাহীন । ২

তোমার স্মৃতীগুলো খোঁজে ফিরি মাগো । ২

আশা ভালোবাসা ছিল তোলনা বিহীন ।


প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে

কত আশা ছিল বোকে তুমি ছিলে তা

হারিয়ে গেলে কোথা করে অসহায় । ২

কতনা আপন তুমি ছিলে প্রিয় মাগো ।

স্নেহ মাখা ছিল প্রেম বোকের জমিন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে

মনে পরে তোমাকে যে আছো আখিঁ নীড়ে,

বোকে আশা তুমি মাগো আসবে যে ফিড়ে । ২

ভোলতে পাড়িনা আমি তোমাকে মাগো ।

কিছু স্মৃতি আছে যে চিড় অমলিন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে

কত রাত কেটে যায় মমতাহীন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে

Hold my hand । Cover Song By Jaima Noor
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক্স- Dhormer pothe shhid jara amra sei jati lyrics
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
রোদের ভেতর ইলশে গুড়ি লিরিক্স-Roder Bhitor Ilshe Guri Lyrics
ওগো দয়াময় লিরিক্স ইকবাল এইচজে -Doyamoy
মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো-Ma Amake Deke Dio
মাটিরে দেহ মাটি খাবে লিরিক্স-Matir Deho
ঈদের খুশি লিরিক্স-Eider Khushi