প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক protidin kete jay mago tumi bine lyrics.
গীতিকারঃ সোহেল রানা আশিক
সুর মুহাম্মদ বদরুজ্জামান
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে,
কত রাত কেটে যায় মমতাহীন । ২
তোমার স্মৃতীগুলো খোঁজে ফিরি মাগো । ২
আশা ভালোবাসা ছিল তোলনা বিহীন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে
কত আশা ছিল বোকে তুমি ছিলে তা
হারিয়ে গেলে কোথা করে অসহায় । ২
কতনা আপন তুমি ছিলে প্রিয় মাগো ।
স্নেহ মাখা ছিল প্রেম বোকের জমিন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে
মনে পরে তোমাকে যে আছো আখিঁ নীড়ে,
বোকে আশা তুমি মাগো আসবে যে ফিড়ে । ২
ভোলতে পাড়িনা আমি তোমাকে মাগো ।
কিছু স্মৃতি আছে যে চিড় অমলিন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে
কত রাত কেটে যায় মমতাহীন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে
আপনার মতামত লিখুন