আমার যখন পথ ফুরাবে লিরিক - amar jokhon poth furabe lyrics
আমার যখন পথ ফুরাবে,
আসবে গহীন রাতি
তখন তুমি হাত ধরে মর
হয়ো পথের সাথী। ২
অনেক কথা হয়নি বলা,
বলার সময় দিও ( খোদা),
আমার তিমির অন্ধ চোখে
দৃষ্টি দিও প্রিয়,
বিরাজ করো বুকে আমার
আরশখানি পাতি। ২
সারা জীবন কাটলো আমার
বিরহে, বধুঁ
পিপাসিত কন্ঠে এসে
দিও মিলন মধু।
তুমি যেথায় থাকো প্রিয়,
সেথায় যেন যাই ।
সখা বলে দেকো আমায়,
দীদার যেন পাই,
সারা জনম দুঃখ পেলাম,
এবার সুখে মাতি। ২
কাজী নজরুল ইসলাম