আমার যখন পথ ফুরাবে লিরিক -  amar jokhon poth furabe lyrics

আমার যখন পথ ফুরাবে,

আসবে গহীন রাতি

তখন তুমি হাত ধরে মর

হয়ো পথের সাথী। ২

অনেক কথা হয়নি বলা,

বলার সময় দিও ( খোদা),

আমার তিমির অন্ধ চোখে

দৃষ্টি দিও প্রিয়,

বিরাজ করো বুকে আমার


আরশখানি পাতি। ২

সারা জীবন কাটলো আমার

বিরহে, বধুঁ

পিপাসিত কন্ঠে এসে

দিও মিলন মধু।

তুমি যেথায় থাকো প্রিয়,

সেথায় যেন যাই ।

সখা বলে দেকো আমায়,

দীদার যেন পাই,

সারা জনম দুঃখ পেলাম,

এবার সুখে মাতি। ২

কাজী নজরুল ইসলাম

জিন্দাবাদ জিন্দাবাদ বীর মুজাহিদ জিন্দাবাদ লিরিক্স-jindabar jindabar bir mujahid
কথাতে ভুল হলে নিরবে যেও ভুলে লিরিক্স-Kothate Vul Hole Lyrics
আল-কুরআনের বাতি মোরা লিরিক্স-Al quraner bati mora
দেশটা নয়তো কারো বাপের ভিটা লিরিক্স-Deshta noyto karo baper vita lyrics
আমলে হও রাজা-Amole Hou Raza Gojo Humayra Afrin Era
আসসালাতু আসসালামু - ssalatu Assalamu
মারহাবা মুস্তাফা-marhaba mustafa
এই সেই ঘর লিরিক্স- Ei sei ghor lyrics
শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics