শোনো শোনো ইয়া এলাহী আমার মুনাজাত লিরিক - Shono shono eya elahi amar munajat lyrics
গান: শোন শোন ইয়া ইলাহি
শিল্পী: ওস্তাদ ফজলুল হক
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
শোনো শোনো ইয়া এলাহী
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস- রাত। ২
যেন শুনি কানে সদা
তোমারি কালাম, হে খোদা,
চোখে শুধু দেখি যেন
কোরানের আয়াত। ২
মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস- যামী,
(তোমার) মসজিদেরই ঝাড়ু- বর্দার
হোক আমার এ হাত।।
সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রানের খোদা
তুমিই আবে- হায়াত। ২
কাজী নজরুল ইসলাম