তওফিক দাও খোদা লিরিক- taofik dao khoda lyrics

মুসলিম জাহাঁ পুনঃ হক আবাদ।

দাও সেই হারানো সুলতানত,

দাও সেই বাহু, সেই দিল আযাদ। ২

দাও সেই হামজা সেই বীর অলীদ

দাও সেই ওমর হারুন আল রশিদ

দাও সেই সালাহউদ্দিন আবার

পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২

দাও বে দেরেগ তেগ জুলফিকার

খয়রব জয়ীশেরে খেদার,

দাও সে খলিফা সে হাশমাত

দাও সে মদিনা সে বাগদাদ। ২


দাও সেই হামজা সেই বীর অলীদ

দাও সেই ওমর হারুন আল রশিদ

দাও সেই সালাহউদ্দিন আবার

পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২

দাও সে রুমী সাদী হাফিজ

সেই জামী খৈয়াম সে তবরিজ;

দাও সে বাবর সেই শাহজাহান

সেই তাজমহলের স্বপ্ন সাধ। ২

দাও ভায়ে ভায়ে সেই মিলন

সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,

হোক বিশ্ব- মুসলিম এক জামাত

উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ। ২

বলে টিয়া বলে তোতা-Bole Tiya Bole Tota
মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স- Mahe romjan elo bochor ghure lyrics
তুমি যষ্টি মুকুল লিরিক্সTumi josti mukul lyrics
প্রশংসা সবি কেবল তোমারি লিরিক্স -Prosongsa sobi kebol tomari Lyrics
জায়নামাজে দাঁড়িয়ে রাতে | Jaynamaje dariye rate lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর
এসো না আল্লাহর নামে গান গাই লিরিক্স - esona allahr name gan gai by mosiur rahman
আজকে কেনো তরকারিতে নুন হয়েছে কম - জাইমা নূর
রিম ঝিম ঝিম বর্ষা | RIM JHIM JHIM BORSHA | RAINY SONG lyrics
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun