মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক -  Mahe romjan elo bochor ghure lyrics

কথা ও সুরঃ কামরুল ইসলাম হুমায়ুন

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২


রহমতেরি বানী নিয়ে,

মাগফিরাতের পয়গাম নিয়ে । ২

এলো সবার মাঝে আবার ফিরে ।


মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২

গুনা মাফের এইতো সুযোগ,

আল্লাহর প্রিয় হবার এইতো সুযোগ ।

এই সুযোগে নাওগো তুমি ।২


আল্লাহর রঙ্গে জীবন রঙ্গীন করে ।

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২

রহমতেরি বানী নিয়ে,

মাগফিরাতের পয়গাম নিয়ে । ২

এলো সবার মাঝে আবার ফিরে ।

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২

পাপি তাপি আয়রে ছুটে,

আল্লাহর রহম তোরা নেরে লুটে । ২

পাহাড় সমান গুনার বোঝা ।২

দেবেন রহিম সবি ক্ষমা করে ।

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২

রহমতেরি বানী নিয়ে,


মাগফিরাতের পয়গাম নিয়ে । ২

এলো সবার মাঝে আবার ফিরে ।

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২


দূর আকাশে চাঁদ উঠেছে এলো খুশির ঈদ - জাইমা নূর
ডাকছে কোকিল ভোরের বেলায়-Dakche Kokil Vorer Belai
বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
রোজ বিহানে একটা পাখি লিরিক্স- Roj bihane ekta pakhi lyrics. মশিউর রহমান
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন- Vulte Parina Ma by Hujaifa Islam
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত | Shoro Ritur Desh | মাহজুবা
এ জীবনে নবী ছাড়া আমি কিছু বুঝিনা- A Jibone Nabi Chara ami kishu bujina
মউতের ঘন্টা - Moyuter Ghonta
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস লিরিক্স-Roja Mane Noyto Sudhu Thaka Upobas