পারবিনে তুই রাখতে রোজা - Parbine Tui-Humayra Afrin Era
গানঃ পারবিনে তুই
গীতিকারঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ আবুল আলা মাসুম
গায়িকা: হুমাইরা আফরিন ইরা
সাউন্ড ডিজাইন: হেভেন টিউন স্টুডিও
পরিচালকঃ এইচ আল হাদী
শিল্প পরিচালকঃ আলম মোর্শেদ
পারবিনে তুই রাখতে রোজা
হাসনা হেনা আফরিন
পারবিনে তুই রাখতে রোজা
মা, এ কথা বলো না
এমনি করে গতবারও
রোজা রাখা হলো না
পারবিনে তুই রাখতে রোজা
মা, এ কথা বলো না
এমনি করে গতবারও
রোজা রাখা হলো না
ঐ দেখো মা চাঁদ উঠেছে
রমজান এরই চাঁদ
সবার মুখে শুনবে এখন
এই খুশির সংবাদ
চাঁদ দেখে মা পড়বে দোয়া
তুমিও ছাদে চলো না
পারবিনে তুই রাখতে রোজা
মা, এ কথা বলো না
এমনি করে গতবারও
রোজা রাখা হলো না
পারবিনে তুই রাখতে রোজা
মা, এ কথা বলো না
এমনি করে গতবারও
রোজা রাখা হলো না
চাঁদ দেখারই আনন্দটা
সবার মনে থাকে
এই খুশিতে শামিল করো
কাজের ছেলেটাকে
চাঁদ দেখারই আনন্দটা
সবার মনে থাকে
এই খুশিতে শামিল করো
কাজের ছেলেটাকে
আজ রাতে তারাবীহ নামাজ
মসজিদে জামাত
মজার মজার রান্না হবে
সেহরী ভোরে রাত
আজ রাতে তারাবীহ নামাজ
মসজিদে জামাত
মজার মজার রান্না হবে
সেহরী ভোরে রাত
রোজার দিনে খাই না কিছু
পানি কিংবা ফলও না
পারবিনে তুই রাখতে রোজা
মা, এ কথা বলো না
এমনি করে গতবারও
রোজা রাখা হলো না