রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক- Roja tar kemon hole Allah khusi hoy lyrics
কথা ও সুর - মাহফুজ বিল্লাহ শাহী
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাতার কেমন হলে...
রোজাতার কেমন হলে পরকালে...
সক্ষি হয়ে যায়, রোজা তার সাক্ষি হয়ে যায় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় ।
রোজাদার কেমন হলে... আল্লাহ খুশি হয় ।
রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু ।
রোজাদার কানের রোজায় শোনবে না সে বাড়ন কিছু ।
রোজাদার মুখের রোজায় করবে না সে দ্বীনের খালা ।
মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সধা, গীবত মানা ।
বুক জোড়ে তার সর্বদা যে আল্লাহ তালার ভয় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাদার পায়ের রোজায় চলবেনা সে পাপের পিছু ।
রোজাদার হাতের রোজায় ধরবেনা সে পরের কিছু ।
রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমের স্বপ্নে বিভোর ।
ধনবান রোজার গুনে গরীব দুঃখির রাখবে খবর ।
উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাতার কেমন হলে...
রোজাতার কেমন হলে পরকালে...
সক্ষি হয়ে যায়, রোজা তার সাক্ষি হয়ে যায় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় ।
রোজাদার কেমন হলে... আল্লাহ খুশি হয় ।২
সাম্প্রতিক মন্তব্য
#Arafat D
কপি করা যায় না..!