সালাত কায়েম করো Salat kayem koro lyrics

কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ

সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন

সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন।

সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন

সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন।

জায়নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।


মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়

দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়।

মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়

দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়।

আজকে রুকু সিজদাহ করো

নিজ পরিচয় আকড়ে ধরো।

আজকে রুকু সিজদাহ করো

নিজ পরিচয় আকড়ে ধরো।

হবে না বিলীন।


সালাত তোমার অঙ্গে মাখো

সংঙ্গে রাখো তবেইতো মুমিন।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।


সালাত কায়েম করো, সালাত কায়েম করো

সালাত কায়েম করো, সালাত কায়েম করো।

হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি

হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি।

দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।


সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ

পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ।

সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ

পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ।

পাঁচ প্রহরে সালাত পড়

আত্মাকে সমৃদ্ধ করো।

পাঁচ প্রহরে সালাত পড়

আত্মাকে সমৃদ্ধ করো।

যেমন সলেহীন।

সালাত তোমার অঙ্গে মাখো

সংঙ্গে রাখো তবেই তো মুমিন।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।

Ya Nabi Salaam Alaika | ইয়া নবী সালাম আলাইকা | Baby Najnin | প্রান জুড়ানো মিলাদ ও ক্বিয়াম
Karar Oi Lowhokopat । কারার ঐ লৌহকপাট । Kalarab
ফেলে আসা দিন-Fele Asa Din
Medhabi Bangladesh। মেধাবী বাংলাদেশ। Kalarab, Khalid,Sakib,Nasrullah
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ লিরিক্স - Ghana Durjog Pathe Durbhog Lyrics
আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়-
শুদ্ধ করে সালাম শেখো জাইমা নূর-Shuddho Kore Salam Shekho
কবর পথের যাত্রী তুমি Kobor Pother Jatri Tumi
কেউ কাঁদে, কেউ হাসে লিরিক্স- Keu Kade Keu Hashe
এই গুনাহগার প্রভু লিরিক্স-Ai Gunahgar provu doya sara lyrics