আল্লাহ তুমি অপরূপ লিরিক Allah tumi oporup lyrics
কথা ও সুরঃ আরিফ ওয়াদুদ
আল্লাহ তুমি অপরূপ...
আল্লাহ তুমি অপরূপ ২
না জানি কতো সুন্দর ! 2
তোমায় আমি সপেছি প্রাণ,
সপেছি এই অন্তর । ঐ
তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে । 2
তুমি আছো বুকের গভীর, গহিন ভিতর
আল্লাহ তুমি অপরূপ না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ....
এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান । 2
তোমার পথে চলি যেনো সারাটি জীবন ভর
আল্লাহ তুমি অপরূপ, না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান সপেছি এই অন্তর. 2