শাহাবুদ্দীন শিহাব
আল্লাহ তুমি দয়ার সাগর লিরিক - Allah tumi dyar sagor lyrics.
Song: Allah Tumi Doyar Sagor (আল্লাহ তুমি দয়ার সাগর)
Singer: Shahabuddin Shihab (শাহাবুদ্দীন শিহাব)
আল্লাহ তুমি দয়ার সাগর রহমানির রহিম
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন। ২
তুমি মিটাও সকল চাওয়া দু'দিন আগে পরে
তোমার কাছেই সকল পাওয়া সবি তোমার তরে। ২
তোমার পথে চললে সবাই । ২
আসবে যে সু-দিন।।
তুমি পার করতে মোচন অভাব দু:খী লোকের
তুমি পরম মুক্তি দাতা মালিক
এ জগতের । ২
তোমার কাছে চাইযে পানা । ২
আমরা প্রতিদিন।।
আপনার মতামত লিখুন