রোজ বিহানে একটা পাখি লিরিক - Roj bihane ekta pakhi lyrics

কথা- গোলাম মোহাম্মদ

সুর ও শিল্পী- মশিউর রহমান

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।

দিকে দিকে সে সূর তোলে  সারা

ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে জাগে ঘুমের পাড়া

রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে।।২


ফুলে ফুলে রঙ্গিন রেণু ওড়ে

মৌমাছিরা তখন শুধু ঘোড়ে

গুণ গুনিয়ে তখন সে যে গায়তে শুধু থাকে।। 

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।


ভোরের বাতাস পাতায় পাতায় নাচে

পাপড়ি ঝোরে ঘাস ফুলেদের কাছে 

ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে।২


আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran lyrics | সাইমুম শিল্পীগোষ্ঠী
আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ মাহফিল
এতিমদের নিয়ে নতুন গজল। Etim Bole Paini Ador। এতিম বলে পাইনি আদর। Bangla ২০২৪
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe