আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক- Allahu Allahu tumi jalle jalalu lyrics

গীতিকার ও সুরঃ সিরাজুল ইসলাম

মূল গায়কঃ আব্দুল আলিম

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান

তুমি কাদের গফফার

তুমি জলিল জব্বার

অনন্ত অসীম তুমি রহিম রহমান।২


তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা

সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।২


যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া

দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।২


শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে

সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে

প্রানে ছিল যাহার ভয়

সেথায় পেল সে আশ্রয়

সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।২

হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান লিরিক্স-He jubok tumi bangali how lyrics
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর লিরিক্স-Tomer sistri jodi hoy eto sundor Lyrics
ভালো লাগার মতো একটি গজল - Baby Najnin - এক আকা জানি মোর সাল্লেআলা - Official Video
শবেকদর- Shab-E-Kadar
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
মন নরম করার মত গজল । Holud Patar Moto । হলুদ পাতার মতো । Sayed Bin Shafiq
কে মোর আপন - K Mor Apòn
জনতার খোলা চিঠি-কবি মুহিব খান
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
Ya Nabi Salaam Alaika | ইয়া নবী সালাম আলাইকা | Baby Najnin | প্রান জুড়ানো মিলাদ ও ক্বিয়াম