ও মদিনার বুলবুলি লিরিক-O modinar bulbuli lyrics

গায়কঃ কলরব চাইল্ড গ্রুপ

কথা ও সুরঃ হুমায়ুন কবির শাবিব

ও  মদিনার বুলবুলি

তোমার নামে ফুল তুলি। ৩

যতন করে হৃদয় মাঝে  ২

একা একা নিরিবিলি। (আবার)

সেই ফুলেরই পাপড়িগুলো ঝড়ে পড়েনা

মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। ৩

সেই সুবাসে ব্যাকুল হয়ে  ২

গাই তোমারইই গিতালী... (আবার)

ও  মদিনার বুলবুলি

তোমার নামে ফুল তুলি। ২

যতন করে হৃদয় মাঝে  ২

একা একা নিরিবিলি।

মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি

তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। ৩

কবি ও কবির সাথে  ২

গড়ে সাধের মিতালী

ও  মদিনার বুলবুলি

তোমার নামে ফুল তুলি। ২

যতন করে হৃদয় মাঝে  ২

একা একা নিরিবিলি।



আমি দেখিনি তোমায় চোখের তারায় -Ami Dekhini Tomay Lyrics সাঈদ আহমদ
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal
ভোরের হাওয়া ছুটে চলে | Vorer Hawa Chute Chole | Jaima Noor
স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগানে ছিল লিরিক্স- Muktir Songram । মুক্তির সংগ্রাম । Sayed Ahmad
নিজেকে চিনতে হলে অবশ্যই গজলটি শুনুন। Baby Najnin - Ki Bole Elam Ki Kore Gelam - Heart Touching Gojol
রহমান রাহিম আল্লাহ- Rahman Rahim Allah
Pakhi Deke Jai | পাখি ডেকে যায় - জাইমা নূর
এ প্রথম ইসলামী গজলে অভিনয় করলেন মিশা সওদাগর | মইরা গেলে ফিইরা আসেনা
হিজল বনে পালিয়ে গেছে পাখি । Hijol Bone । Jaima Noor
তোর কান্না শুনে আমি হেসেছি সবাই হেসেছে