একটি বছর পরে আবার লিরিক - Ekti bochor pore abar lyrics
গানঃ একটি বছর পরে আবার
কথাঃ আবদুল্লাহ আল কাফী
সূরঃ মশিউর রহমান
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।২
আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।২
রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।২