তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক- Tumi koto sundhor ki kore bujhai lyrics

গায়কঃ মসিউর রহমান

কথাঃ জাকির আবু জাফর

সুরঃ লিটন হাফিজ চৌধুরী


তুমি কত সুন্দর! কি করে বোঝাই !

কোনো ভাষা পাই না খুজে

তোমার তুলনা তুমি নিজে ।


বেকারার প্রজাপতি গোলাপের মুখে,

কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে!

কোন সুখে এত সুখী,

বুঝে আসে না যে

তোমার তুলনা তুমি নিজে ।


সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে

এত ভালবাসাবাসি, কেন মনে জাগে?

আবার বিরহ ঝড়ে, আখি ভিজে ভিজে

তোমার তুলনা তুমি নিজে ।


গভীর রজনী ভরা আকাশের তারা

কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা?

তোমার প্রেমের ভার আর সহে না যে

তোমার তুলনা তুমি নিজে ।

পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
এ আকাশ মেঘে ঢাকা রবে না লিরিক্স -Ei Akash Meghe Dhaka Lyrics
ও মদিনার বুলবুলি লিরিক লিরিক্স-O modinar bulbuli lyrics
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার লিরিক্স-Khule Dao Hridoyer Bondho Duar
বাস্তবমুখী প্রতিবাদী সংগীত । Iman Gelo Koi । ঈমান গেল কই । Ahmod Abdullah । Kalarab । Holy Tune
মইরা গেলে ফিইরা আসেনা | Moira Gele Fira Asena | Misa Sawdagar | Muhammad Badruzzaman
শুনো মুমিন মুসলমান । Shuno Mumin Musolman Lyrics । Muhammad Badruzzaman
উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের লিরিক্স -uttape uzzal roktim somoye lyrics
হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান লিরিক্স-He jubok tumi bangali how lyrics
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম