আল্লাহর পথে যারা দিয়েছে জীবন লিরিক - Allahr pothe jara diyeche jibon lyrics

কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক

আল্লাহর পথে যারা দিয়েছে জীবন

আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত

ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়
দুর্বার দুর্জয় অপরাজিত।

তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে
চিরদিন চিরচেনা পরিচিত।

তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হল শহীদি জীবনের
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত

আসসুবহু বাদা মিন তল আতিহি লিরিক্স-Assubhu Bada Gojol Abu Ubayda
এই মৃত্যুর মিছিলে আমারই নাম তুমি রেখোনা লিরিক্স
আপন কেহ নাই-Apon Keho Nai
জন্ম যদি হতো | Jonmo Jodi Hoto | মাহজুবা | Saimum lyrics
এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
হরেক রকম সৃষ্টি | HOREK ROKOM SRISTI আফিফা হাসান রাফা
মাওলানা Maulana (English version) | (Cover) Jaima Noor
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর
তেমন মানুষ মিলবে না আর | Temon Manush | তেমন মানুষ মিলবে না আর | Rafa | Nate Rasul | সাইমুম
ছোটদের মোনাজাত - জাইমা নূর