আল্লাহর পথে যারা দিয়েছে জীবন লিরিক - Allahr pothe jara diyeche jibon lyrics
কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়
দুর্বার দুর্জয় অপরাজিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে
চিরদিন চিরচেনা পরিচিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হল শহীদি জীবনের
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
আপনার মতামত লিখুন