প্রশংসা সবি কেবল তোমারি -Prosongsa sobi kebol tomari Lyrics 

কথা ও সুরঃ মতিউর রহমান মল্লিক

প্রশংসা সবই কেবল তোমারি,

রাব্বুল আলামিন।

দয়ালু মেহেরবান, করুণা অফুরান

আর কেউ নয় তুমি মালিক,

শেষ বিচারের দিন।


কেবল তোমারি করি ইবাদাত

কেবল তোমারি চাহি নিয়ামাত।

দাও দিশা দাও সরল পথের,

সিরাত মুস্তাকিম। ২


যাঁদের উপরে করেছ রহমত

পেয়েছে তোমার অশেষ মহাব্বত।

তাঁদের সে পথ দাও আমাদের

দাওগো তোমার দ্বীন। ২


যাদের উপরে কেবলই গজব

নাযিল করেছ দিয়েছ আযাব।

তাদের সে ভাগ্য দিওনা মোদের,

হে অসীম সীমাহীন। ২


Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
কেমনে যাবো সোনার মদিনা - Kemne Jabo Sonar Madina
আমার যখন পথ ফুরাবে লিরিক্স- amar jokhon poth furabe lyrics
মোবাইল নিয়ে যুগোপযোগী গজল - Baby Najnin - মোবাইলের অপব্যবহার - নতুন গজল 2021
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
তুমি রহমান তুমি মেহেরবান - Tumi Rohman | Jaima Noor
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
সাগরের জলকে কালি করে-Shagorer Jol
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিরিক্স-Amar Jibon Amar Moron lyrics
সবার মুখেই শুনি | অ্যান্ড্রয়েড ফোন | Android Phone | Mafruha