Lyric, Tune & Vocal : Mujahid Bulbul
জাগো
মুজাহিদ বুলবুল
তুমি) অবিরাম ঘৃণা করো ঘৃণাতেই সব করো একাকার
তুমি) অযথাই দূরে ঠেলে নিজেকেই একা করো বারবার
তুমি) ভালোবেসে এক হয়ে দেখো আর থাকবে না ভয়
তুমি) সকল বিভেদ ভুলে জাগো ফের আসবে বিজয়
জাগো মুসলমান জেগে ওঠো
জিহাদের এইত সময়!
তুমি আমাকে আঘাত করে সওয়াবের করছো আশা
তুমি ভুল পথে যেতে যেতে হয়ে ওঠো সর্বনাশা
আজ তোমাকে খুঁজতে হবে সুবহে সাদিক
দাও ঐক্যের আজান ছড়িয়ে চৌদিক
চারিদিকে হাহাকার মুসলিম খায় মার
তোমার কি ভাঙে না হৃদয়।
তুমি চেয়ে চেয়ে দেখবে কি বাতিলের মারমুখী সাজ
তুমি নিথর দাঁড়িয়ে থেকে শুনবে কি কান্নার আওয়াজ
দেখো দেশে দেশে সবখানে চলছে বিনাশ
আজ পথে পথে অসহায় মুমিনের লাশ
দ্বন্দ্ব ভুলে আসো শহীদি স্বপ্নে ভাসো
প্রতিশোধে নামুক প্রলয়।