Lyric, Tune & Vocal : Mujahid Bulbul 

জাগো

মুজাহিদ বুলবুল 


তুমি) অবিরাম ঘৃণা করো ঘৃণাতেই সব করো একাকার

তুমি) অযথাই দূরে ঠেলে নিজেকেই একা করো বারবার

তুমি) ভালোবেসে এক হয়ে দেখো আর থাকবে না ভয়

তুমি) সকল বিভেদ ভুলে জাগো ফের আসবে বিজয়

জাগো মুসলমান জেগে ওঠো

জিহাদের এইত সময়!


তুমি আমাকে আঘাত করে সওয়াবের করছো আশা

তুমি ভুল পথে যেতে যেতে হয়ে ওঠো সর্বনাশা 

আজ তোমাকে খুঁজতে হবে সুবহে সাদিক

দাও ঐক্যের আজান ছড়িয়ে চৌদিক

চারিদিকে হাহাকার মুসলিম খায় মার

তোমার কি ভাঙে না হৃদয়।


তুমি চেয়ে চেয়ে দেখবে কি বাতিলের মারমুখী সাজ

তুমি নিথর দাঁড়িয়ে থেকে শুনবে কি কান্নার আওয়াজ 

দেখো দেশে দেশে সবখানে চলছে বিনাশ 

আজ পথে পথে অসহায় মুমিনের লাশ

দ্বন্দ্ব ভুলে আসো শহীদি স্বপ্নে ভাসো

প্রতিশোধে নামুক প্রলয়।


তুমি এলে কামলীওয়ালা | Tumi Ele Kamliwala lyrics
আমি রাজার প্রজা, থাকি সরল সোজা - সাইমুমের গান
এই ওলী আল্লাহর বাংলাদেশ লিরিক্স
মোরা হতে চাই প্রিয়তম তোমার-Mora Hote Chai Pritomo Tumar
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
মাদরাসা জিন্দা রাখো লিরিক্স-Madrasa Zinda Rakho Mohib Khan
তুমি রহমান তুমি মেহেরবান - Tumi Rohman | Jaima Noor
তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স । Tumi Acho Ridoyer Govire Lyrics
দয়ার নবী মায়ার নবী - Baby Najnin - Doyar Nabi Mayar Nabi - Official Video
বড় হয়ে আব্বু আমি চাইনা হতে ধনী লিরিক্স-Chaina Hote Dhoni Gojol Shabab Bin Anas