ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি।

সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।

আমরা সেই সে জাতি। ২


পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা

মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি শীতল শান্তিধারা,

উচ্চ- নীচের ভেদ ভাঙ্গি দিল সবারে বক্ষ পাতি।

আমরা সেই সে জাতি। ২




কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম


সত্যে যে চায়, আল্লায় মানে, মুসলিম তারি নাম।


আমির- ফকিরে ভেদ নাই সবে সব ভাই এক সাথী


আমরা সেই সে জাতি। ২




নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর- সম অধিকার


মানুষে গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি একাকার,


আঁধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি।


আমরা সেই সে জাতি। ২

রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর
হেরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হায়- জাইমা নূর । Jaima Noor
যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম Jake Ami Sobcheye । ‍Saimum Shilpigosthi
মধুর আমার মায়ের হাসি লিরিক্স - Madhur Amar Mayer Hasi Lyrics
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো-Ma Amake Deke Dio
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
ঈদের ফাটাফাটি নতুন গজল । Eid Anondo । ঈদ আনন্দ । Khushir Eid । Eid Song 2022
আছে কিছু মানুষ-Ache Kichu Manush
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video