মালিক - মুনাইম বিল্লাহ লিরিক-Malik By Munaem Billah Lyrics

কথাঃ শারমিন রিতু

সুর: মুনাইম বিল্লাহ

মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই।

করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।

তুমি মাফ করো আমায়।


দুচোখ বুঝে পাইনা খুজে,

আমার নেক আমল।

পরপারের ভাবনা আমায়,

করছে  পাগল।

করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।

তুমি মাফ করো আমায়।


চলতে পথে পাপের মতে,

হয়েছি বিভোর

ছোটবড় হাজার গুনাহ,

জিন্দেগীর উপর।

কি যে হবে সেই জবাবে কঠিন কিয়ামায়।

তুমি মাফ করো আমায়।

জানাযা নিয়ে হৃদয়স্পর্শী গজল । Janaza । জানাযা । Abu Rayhan Kalarab | Kalarab Gojol
ছয়টি ঋতুর খেলা লিরিক্স-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran lyrics | সাইমুম শিল্পীগোষ্ঠী
আমার আখি ফাকি দিয়ে লিরিক্স-Ma Amar Akhi Faki Diye
ভালো লাগার মতো একটি গজল - Baby Najnin - এক আকা জানি মোর সাল্লেআলা - Official Video
ফেরেশতারা নিমেষহারা | FERESHTARA NIMESHHARA | SAIMUM
মাটির দেহ মাটি হবে-Matir Deho Mati Hobe
সিলেট নিল বন্যায় ভাসাইয়া-Shylet Nilo Bonnai Vasaiya
গোনাহের জাল লিরিক্স-Gonaher Jaal Abu Ubayda
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics