মালিক - মুনাইম বিল্লাহ লিরিক-Malik By Munaem Billah Lyrics
কথাঃ শারমিন রিতু
সুর: মুনাইম বিল্লাহ
মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই।
করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।
তুমি মাফ করো আমায়।
দুচোখ বুঝে পাইনা খুজে,
আমার নেক আমল।
পরপারের ভাবনা আমায়,
করছে পাগল।
করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।
তুমি মাফ করো আমায়।
চলতে পথে পাপের মতে,
হয়েছি বিভোর
ছোটবড় হাজার গুনাহ,
জিন্দেগীর উপর।
কি যে হবে সেই জবাবে কঠিন কিয়ামায়।
তুমি মাফ করো আমায়।