শাহাবুদ্দীন শিহাব

এই সেই ঘর লিরিক - Ei sei ghor lyrics

Singer: Shahabuddin Shihab (শাহাবুদ্দীন শিহাব)


 এই সেই ঘর

এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই।



দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা

মা বুঝি বলছেই এলি নাকি খোকা

বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে

চোখ বেয়ে জল নেমে আসে

শুধু মা নেই, শুধু মা নেই।



জানি ফিরে পাব না হারানো তিথি

মা শুধু আজ তাই ফ্রেমে বাধা স্মৃতি

মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো

আমার দিকেই চেয়ে আছে

শুধু মা নেই, শুধু মা নেই



এই সেই ঘর

এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই।
শবে বরাতের বাছাইকৃত সেরা ৩টি গজল। Selected Shabe Barat 3 Songs। Best Shobe Borat Gojol
ওরে মায়ের মতোন এতো আপন কোথাও পাবেনা- ore Maayer moton ato apon kothao pabena
ঈদ এসেছে ঈদ এসেছে - New Official Video
জনম দুঃখী মা কে নিয়ে গান | মায়ের কান্দন | আবু উবায়দা | Mayer Kandon
আমার আখিঁ ফাকি দিয়ে-Amar Akhi Faki Diye
রক্তে কেনা বাংলা আমার লিরিক্স- Rokte kena bangla amar lyrics.
মাহে রমজান - Mahe Ramzan
তওফিক দাও খোদা লিরিক- taofik dao khoda lyrics
মন উড়ে যায় নীল আকাশে লিরিক্স-Mon Ure Jay Nil Akashe
কালিমা পড়তে একই রকম লিরিক্স-মুনাইম বিল্লাহ