যেখানেই থাকি আমি যেভাবেই রই Shodachari Hoi | Jaima Noor
* গান : সদাচারী হই
* কণ্ঠঃ জাইমা নূর
* কথাঃ নূরুজ্জামান শাহ্
* সুরঃ সাইফুল্লাহ মানছুর
* সাউন্ড ডিজাইনঃ জুলকার নাইন
* শব্দ ধারণঃ ইনোভেশন স্টুডিও
* গ্রাফিক্সঃ ফায়সাল আহমেদ
✍কথা: নূরুজ্জামান শাহ
সুর: সাইফুল্লাহ মানছুর
শিল্পী: জাইমা নূর
"""""""""""""""""""""""""""""""""""""""""""
যেখানেই থাকি আমি যেভাবেই রই
করি যেন ভালো কাজ সদাচারী হই।।
থাকে যেন বুকে শুধু একটাই পণ
কীভাবে মানুষ পাবে আশার স্বপন
সবাইকে দিতে পারি যেন উৎসাহ
দিবানিশি প্রেরণার কথা যেন কই।।
সকলেই ভাবে যেন কেটে যাবে ঝড়
অচিরেই সুদিনের মিলবে খবর!
ভালো ভাবনাকে যেন না এড়ায় কেউ
ভালো কাজে ওঠে যেন অফুরান ঢেউ
গড়ে নিতে পারি যেন রোজ ব্যবধান
বেয়ে বেয়ে আলোকের আসমানি মই।।