সমাধান চাও যদি লিরিক - Somadhan chao jodi lyrcis

কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২


সমাধান । ও ও সমাধান

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২

তবেই পাবে সুখ শান্তির ঠিকানা ।২

যদি মেনে নাও তুমি মনে প্রাণে।

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২

এযে চির অম্লান চির মুক্তির ডাক,

এ যে মহাবাণী খোদায়ী কালামে পাক ।২

এই দুনিয়া আর সেই দুনিয়া ।২

 শান্তি পাবে তুমি দু-জাহানে।

সমাধান ।

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২

সমাধান । ও ও সমাধান


এ বাণী সকলের নয় শুধু মুমিনের,

যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের  ।২

ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ।২

অশান্তি দুর করে শান্তি আনে।

সমাধান ।

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২

সমাধান । ও  ও  সমাধান


যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা

সন্দেহ ভুল নেই যার একটিও কণা  ।২

এ যে এক বিপ্লব পিছে ফেলে যতো সব

এগিয়ে চলে সে অগ্রপানে।২

সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২


সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২

তবেই পাবে সুখ শান্তির ঠিকানা ।২

যদি মেনে নাও তুমি মনে প্রাণে।

অশ্লীলতা দূর করে দাও | Siamer Dak lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত লিরিক্স -Se Kon Bondhu Bolo Lyrics
মাহে রমজান-Mahe Ramzan
মনটাকে কাজ দিন-Montake Kaj Din lyrics
রাসুলের প্রেম- Rasuler Prem
আমার আখিঁ ফাকি দিয়ে-Amar Akhi Faki Diye
Medhabi Bangladesh। মেধাবী বাংলাদেশ। Kalarab, Khalid,Sakib,Nasrullah
আম্মু তোমার মতো কেহ নাই । Ammu Tomar Moto Keho Nai Lyrics
মুসাফির লিরিক্স-Musafir Gojol
ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান আমায় লিরিক্স-Dhorjo Dharon Korar Lyrics