দেশটা নয়তো কারো বাপের ভিটা লিরিক -Deshta noyto karo baper vita lyrics

কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.


দেশটা নয়তো কারো বাপের ভিটা,

করবে মন চাইলে যখন যেটা।

দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরি দামে কেনা,

মাটিতে মিশে আছে লাক্ষ শহীদেররক্তকণা।

সেই রক্তের দামে কেনা মোদের সোনারভিটা,

তবে কেন আভ্যাস হলো বিদেশিদের চরনচাটা?


এদেশের মাটি থেকে গন্ধ আসে ঐ কালেমার,

এদেশের আকাশ ছুঁয়ে ঐ দাড়িয়ে কত মিনার।

আযানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা,

 সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনঘটা?


যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা,

সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা।

বলো না কাকে রেখে কাকে ছেরে বলবো কথা,

সবইতো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা।

যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা,

দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথাব্যাথা।


আসলে মোদের হলো বদ নসীব আর কপাল ফাটা,

তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা।

ওরা নয় বন্ধু দেশের সাথি মোদের দুঃখের সময়,

ইহুদীর এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়।

মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা,

দেশ জাতির শ ওরা এদেশ থেকে ওদের হটা।

Bangali Musolman I বাঙ্গালী মুসলমান I জাগ্রত কবি মুহিব খান
এখানে কি কেউ নেই লিরিক্স - Ekhane Ki Keu Nei Lyrics
বিপ্লব মানে জীবন দেয়া লিরিক্স-Biplob Mane Jibon Deya Gojol
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে-Allah Allah Bolo Mukhe Mukhe Gojol Lyrics
আপন কেউ তো নয়- Apon Keu To Noi
দিন বদলের দিন এসেছে-জাগ্রত কবি মুহিব খান - din badoler din by muhib khan
এই ধরণীর স্রষ্টা যিনি | Ei Dhoronir Srosta Jini lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
কান্না চলে আসার মত গজল । Charbe Dunia । ছাড়বে দুনিয়া । Shafin Ahmad
নিজেকে চিনতে হলে অবশ্যই গজলটি শুনুন। Baby Najnin - Ki Bole Elam Ki Kore Gelam - Heart Touching Gojol
মিস্টার চাপাবাজ । Salman Sadi । Kalarab