সবর শেখো হে উম্মাত ! সবর | জাইমা নূর | Jaima Noor
কথা: তারান্নুম তাসনিম সামারা
সুর: যায়িদ রুসাফি
শিল্পী: জাইমা নূর
সবর শেখো হে উম্মাত!
আধাঁরের বুকে জ্বাললে মশাল
আসবে বিজয়ের সওগাত ।।
ঈমানের খুঁটি যেন হয় পাকাপোক্ত
সুখে-দুঃখে সদা মালিকের থেকো ভক্ত-
দিশাহীন পথে দিশা ফিরে পেতে
ভরসার গিটে দ্বিধা হোক ধূলিসাৎ।
..
..
সহী-নিয়তের বদৌলতেই
পেয়ে যাবে রহমত
প্রশান্ত মনে তুমি করে যাও
মালিকের খেদমত ।।
..
..
বিশ্বাসে থেকো অবিচল,পাবে তৃপ্তি
জীবনের মাঝে যোগ হবে নানা প্রাপ্তি-
হতাশায় তুমি অজুহাত ভুলে
সিক্ত নয়নে তুলো এই দুটি হাত ।।