আমি দেখিনি তোমায় চোখের তারায় -Ami Dekhini Tomay Lyrics

গীতিকার: জাফর আহমদ রাবী

সুর: সাঈদ আহমদ

আমি দেখিনি তোমায় চোখের তারায়

তবুও তোমায় ভালবেসেছি।

মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে

তোমার প্রেমে যেন পড়েছি।।


উহুদের ময়দানে রক্ত ঝরালে, দ্বীন কায়েমের জন্য

পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য যাতে ছিলো শূন্য।

শত জ্বালাতন, সয়েছো তুমি

সেই কাহিনি শুনে কেঁদেছি।।


দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী, পৌছে দিয়েছো দিন রাত

চিনলো না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত।

তোমার পায়ের পথের ধুলি

এই চোখে সুরমা দিয়েছি।।


হে খোদা মোর হৃদয় হতে লিরিক্স -He Khoda Mor hridoy hote
একটি বছর পরে আবার লিরিক্স -Ekti Bochor Pore Abar lyrics
বেরিয়েছে যে কাফেলা লিরিক্স Beriyeche Je Kafela
মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video
মিষ্টি সুরে মদিনা প্রেমের গজল | Hridoye Madina | Official Video
বাবা তোমায় ভালোবাসি লিরিক্স-Baba Tomay Valobashi Gojol
বড়ই মধুর লাগে আমার-Boroi Modhur Lage Amar
কুরআন চলার সাথী-Quran Cholar Sathi
জন্ম যদি হতো | Jonmo Jodi Hoto | মাহজুবা | Saimum lyrics
তাবলীগ তাবলীগ চলে-কবি মুহিব খান