মরতেই হবে যখন লিরিক্স Mortei Hobe Jokhon Lyrics
শিল্পী : সাইফুল্লাহ মানছুর
গীতিকার : তারিক মুনাওয়ার
সুরকার : তারিক মুনাওয়ার
মরতেই হবে যখন
শহীদি মরন দিও আমাকে।
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে।
মরনেও সুখ আমি পাব জানি শাহাদাতে
হিসেব-নিকেশ হতে ত্রান আছে জানি শাহাদাতে।
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে।
রোগে শোকে মরন দিও না আমায়
বিপদে মসিবতে নিওনা আমায়
এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে।