জাইমা নুর

ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে গান  - Porda Kora Foroj Bondhu

কথা ও সুরঃ আব্দুস সালাম

শিল্পীঃ জাইমা নুর

পরিবেশনায়ঃ সাইমুম শিল্পীগোষ্ঠী

পর্দা করা ফরজ বন্ধু

পর্দাতে নাই লজ্জা

পর্দা হলো শালীনতা

জান্নাতি সাজসজ্জা।।  


পর্দাতো মুমিনের অহংকার

পর্দা করে দেখো তোমায়

লাগবে কি সুন্দর

রবের হুকুম করলে পালন

বেড়ে যাবে ইজ্জাত।।  


পর্দা মুসলমানের পরিচয়

পর্দা কর হৃদয় রেখে

আল্লাহ তালার ভয়

পর্দা কর ঘর-বাহিরে

যাওরে যেথায় ইচ্ছা।।  

আমি দেখিনি তোমায় চোখের তারায় -Ami Dekhini Tomay Lyrics সাঈদ আহমদ
রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ঐ লিরিক্স
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও লিরিক্স
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
সাহারার তপ্ত মরুতে লিরিক্স-Shaharar Topto Morute
নবী আমি তোমার ছবি আঁকি দিলেতে- Nabi Ami Tomar Chobi aki dilete
ভাইরাস থেকে মুক্ত থাকুন লিরিক্স-HUMAYRA AFRIN ERA Lyrics
মেরাজ চলেন নবী- Meraj Cholen Nabi
কি হবে দুনিয়াদারি?-Ki Hobe Duniyadari
সত্যের সংগ্রামে ফোটা ফুল লিরিক্স | Sotter Songrame Fota Ful Lyrics